top of page

১৯৮৩-তে জন্ম। ১৯৮৪-তে প্রথম বই, জীবনানন্দ দাশের রূপসী বাংলা-র পাণ্ডুলিপি সংস্করণ। প্রথম বইয়েই জাত চিনিয়েছিল প্রতিক্ষণ। পূর্ণেন্দু পত্রী আর প্রিয়ব্রত দেবের যৌথ ভাবনায় বিষয়ভাবনা ও বইনির্মাণ নিয়ে সেদিন যে পরীক্ষা নিরীক্ষার শুরু, তা পরে আলোকিত করেছে অনেক তরুণ প্রকাশককে। তার এক শীর্ষবিন্দু যদি হয় জীবনানন্দের অপ্রকাশিত গদ্যভুবনকে বাংলার পাঠকদের সামনে উন্মোচিত করা, অন্যটি নিঃসন্দেহে রবীন্দ্রনাথ-অবনীন্দ্রনাথ-গগনেন্দ্রনাথের চিত্রাবলীর মহার্ঘ্য প্রকাশনা। বস্তুত রবীন্দ্রচিত্রাবলী-কে ভারতের শ্রেষ্ঠ শিল্পপ্রকাশনা বলে বিবেচনা করেন অনেকেই, পরিতোষ সেন যেমন মনে করতেন "নিঃসন্দেহে বলা যায় ভারতের শিল্পবিষয়ক প্রকাশনায় প্রতিক্ষণ শ্রেষ্ঠ স্থানটি অর্জন করে নিয়েছে, এখন এ বিষয়ে তার তুলনা চলতে পারে শুধু আন্তর্জাতিক শিল্পপ্রকাশকদের সঙ্গেই।"

শিল্পকলা ও সাহিত্যে প্রতিক্ষণ-এর পরিসরটুকুকে বুঝতে বইতালিকাটি দেখা জরুরি।

bottom of page